ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৭৫০

শেয়ারবাজারে অব্যাহত পতন  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৮ ৩ জুলাই ২০১৯  

গত ৩০ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস হয়েছে জাতীয় সংসদে। বাজেটে শেয়ারবাজার উন্নয়নে বেশ কিছু প্রস্তাবও পাস হয়েছে। বাজেট পাসের দিন থেকে পতনে রয়েছে দেশের শেয়ারবাজার। পতনের এই প্রবণতা বুধবারও (০৩ জুলাই) অব্যাহত রয়েছে। 

আজ উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৩ ও ১৯০৯ পয়েন্টে।

সূচক কমলেও আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২৫ কোটি টাকা বেড়েছে। আজ ৫০৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৮২ কোটি টাকার।

ডিএসইতে আজ ৩৫৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৬টির বা ৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার ও ইউনিট দর কমেছে ১৭৭টির বা ৫০ শতাংশের এবং ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর লেনদেন শেষে অপরিবর্তিত রয়েছে।